পাগল আমি হলাম কেন দেখে যাও এসে , বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালবেসে । অপরাধ না করেও অপরাধি হলাম , বিদায় আমার ভালবাসা বিদায় তোমায় দিলাম । দিন রাত্রি সবি সমান ভাবি বসে বসে , মনের দরজা বন্ধ করে আমায় দাগা দিলে , অন্য কারো মনের ঘরে নতুন জায়গা নিলে♥ www.facebook.com/kolponarbobon
এক দাওয়াতের অনুষ্ঠানে এক বাংলাদেশী ও এক আমেরিকান খেতে বসেছে। তো সেই দাওয়াতের অনুষ্ঠানে সোনার চামচ দেয়া হয়েছিল সবাইকে খাওয়ার সময় ব্যবহার করার জন্য। হঠাৎ আমেরিকানটা খাওয়ার মাঝখানে খুব সাবধানে নিজের প্যান্টের পকেটে একটা সোনার চামচ লুকিয়ে ফেললো। শুধু বাংলাদেশীটা এটা দেখল, কিন্তু কিছু বলল না। খাওয়া শেষে সবাই গল্প করছে। হঠাৎ বাংলাদেশীটা বলল, সে একটা ম্যাজিক দেখাবে। ম্যাজিক দেখতে সবাই তার চারপাশে এসে ভিড় করে দাড়ালো। তখন বাংলাদেশীটা একটা সোনার চামচ চাইল একজনের কাছ থেকে। সেই বাড়ির মালিকের ছেলে তাকে একটা সোনার চামচ এনে দিল। বাংলাদেশীটা সেই সোনার চামচটা তার নিজের প্যান্টের পকেটে ঢুকাল এবং আমেরিকানটাকে কাছে ডেকে পকেট থেকে সোনার চামচ বের করল। সবাই খুব জোরে তালি দিয়ে ওঠল.... আর আমেরিকানটা অজ্ঞান।