Posts

Showing posts from October, 2015

ফুসফুস ভাল রাখার ১০ টি উপায়

শহরাঞ্চলে দূষণের সঙ্গেই বাড়ছে ফুসফুসের নানা অসুখ। শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করা বিষাক্ত ধোঁয়া, ধূলিকণায় ফুসফুসে ক্যান্সার বেড়ে চলেছে সমান তালে। কিন্তু শহরে থেকে এই দূষণকে উপেক্ষা করা অসম্ভব। আবার দূষণের ভয়ে, শহর ছাড়বেন, তা-ও সম্ভব নয়। কী করবেন? এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আপনি চাইলে মাত্র দু-দিনেই ফুসফুস থেকে দূষিত পদার্থকে ঝেরে পরিষ্কার করে ফেলতে পারেন। এর জন্য অনেক উপায় রয়েছে। তারা বলেন, ফুসফুসকে সতেজ রাখার তেমনই ১০টি মুশকিল আসান আপনার জন্য। এর মধ্য থেকে সুবিধা মতো যে কোনও দুটো পদ্ধতি বেছে নিন। ভালো থাকবে ফুসফুস। উপায় ১০টি হলো:- ১. দুই-তিন দিনের জন্য দুগ্ধজাতীয় সব খাবার বাদ দিন। এমনকি কফিও ছোঁবেন না। ২. রাতে শুতে যাওয়ার আগে গরম গরম এক কাপ ‘গ্রিন টি’ খান। ৩. সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবু মিশিয়ে পান করুন। লেবুর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফুসফুস পরিষ্কার করে। ৪. সকালে প্রাতঃরাশে যদি সম্ভব হয় আনারসের জুস খান। ৫. এখন বারো মাসই গাজর পাওয়া যায়। প্রাতঃরাশে নিয়মিত গাজরের জুসও খেতে পারেন। এর ফলে রক্ত অ্যালক...

মন ভাল করার উপায়

১ মিনিটে মন ভালো করার ৫ টি উপায় মাঝে মাঝে আমাদের জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন মন খুব বেশি খারাপ থাকে। কিন্তু মন খারাপ করে রাখতে তো কেউই চায় না। সবাই চায় মনটাকে ফুরফুরে রাখতে। মন খারাপ হলে মন ভালো করার আছে বেশ কিছু সহজ উপায়। তাও আবার মাত্র ১ মিনিটেই ভালো করে ফেলতে পারবেন আপনার মন। অবাক হচ্ছেন? আসুন জেনে নেয়া যাক মাত্র ১ মিনিটেই মন ভালো করে ফেলার ৫ টি উপায়। রঙিন পোশাক পরুন অনেক সময় আমাদের মন এতো খারাপ থাকে যে আশেপাশের সব কিছুই বিরক্ত লাগে। খুব বেশি বিষন্ন হয়ে গেলে মন ভালোও হয় না সহজে। এক্ষেত্রে একটি কার্যকরী পদ্ধতি হলো রঙিন পোশাক পরা। আপনার পরনের পোশাকটি বদলে পছন্দের একটি রং চঙে পোশাক পরে নিন। আর এই কাজটি করতে ১ মিনিটের বেশি সময় লাগবে না। কিন্তু মন অনেকটাই ভালো হয়ে যাবে আপনার। হাসুন আপনার মন এতো খারাপ যে আপনার কাঁদতে ইচ্ছে করছে। কোনো ভাবেই ভালো করা যাচ্ছে না মনটা। এমন পরিস্থিতিতে হাসুন। ভাবছেন মন খারাপ থাকলে হাসবেন কিভাবে তাই না? মন খারাপ থাকলেও জোর করে হাসুন। আয়নার সামনে দাঁড়িয়ে একা একা হাসুন আর নিজের হাসি দেখুন। মাত্র ১ মিনিট আয়না...

Dislike নয়, Sorry Button আসছে Facebooke

Image
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সকলে? আল্লাহর রহমতে যেন সকলে সুস্থ থাকেন। খবর হয়তো শুনেছেন… ফেসবুকে কোনো টিউন পছন্দ না হলে ‘ডিসলাইক’ বাটন আসতে চলেছে। মার্ক দাদা সেট...

রবির নতুন নেট প্যাক – ৩ গিগাবাইট ইন্টারনেট মাত্র ১০৯ টাকায়!!

, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভাল আছেন। আমার আজকের টিউন রবির নতুন একটি ঈদ অফার নিয়ে। এর নাম হচ্ছেঃ Robi Delight Pack ঈদ উপলক্ষ...

নতুন অফার Gp সিমে এ সর্বোচ্চ ১ জিবি ডাটা একদম ফ্রি

ঈদের আমেজ না কাটতেই গ্রামীণফোন সকল নন ডাটা ব্যবহারকারীদের জন্যে নিয়ে এলো দারুণ একটি অফার। এখন নন ডাটা ব্যবহারকারীরা নিজেরা এবং বন্ধুদরে ইন্টারনেট জগতে নিয়ে এসে পেত...

হাদিস

হাদীস শরীফে আছে, যে ব্যক্তি কোনো মৃতের কাফন-দাফনসহ তার জানাযায় শরীক হল সে এক কীরাত ছওয়াব পাবে। আর যে ব্যক্তি দাফন হওয়া পর্যন্ত থাকল সে দুই কীরাত ছওয়াব পাবে। অন্য এক হাদীস...

জিপিতে মিনিট হ্যাক করে কথা বলুন এবং ইচ্ছামত মিনিট বাড়িয়ে নিন 100% কাজ করবে!!

এবার আসল কথায় আসি।এখন আপনি ইচ্ছা করলে জিপি সিম দিয়ে ফ্রি তে ইচ্ছেমত আনলিমিটেড কথা বলতে পারবেন।তবে এই ফ্রি কথা বলতে একটু তো কষ্ট করতেই হবে তাই না? আপনারা আগে থেকেই জানেন ...

me

Image

RABBI ALAM PRANTO

Image
RAP

Rap

Image
Rap

Rabbi alam pranto

Image
me

Selfi

Image

me at Bhagul pur

Image
RAP

Selfi today

Image
Rap

Rabbi Alam pranto [RAP]

Image
RABBI ALAM PRANTO

Rabbi Alam pranto

Image

Na Haisha jaiben koi

বল্টুর Chat- বল্টু: "বালিকা তোমার ফোন নাম্বার দিওনা এমন জনকে" "যে মিস দেয় তোমায় আর ফোন দেয় আরেক জনকে" মেয়ে: Who are u? বল্টু:"মে তেরা হিরো বাকি সব জিরো" মেয়ে:Bye. বল্টু: "শোন বলি তোমায়" "না বলা কথা গুলো আজ বলে দিতে চাই" মেয়ে:" থাক আর বলতে হবেনা" Bye. বল্টু:"না না না তা হবে না কথা শুনে যাও" " বলতে চাই একটা কথা পিছু ফিরে চাও" মেয়ে:yap. বল্টু:" তোরে পুতুলের মতো করে সাজিয়ে" "হ্নদয়ের কোটরে রাখব" মেয়ে:"থাকার মতো জাইগা আছে লাগবে না" বল্টু:"ঘুড়ি তুমি যার আকাশে উড়ো" "তার আকাশ কি আমার চেয়ে বড়?" মেয়ে:Hmm বল্টু:"যদি মন কাঁদে" "তুমি চলে এসো এক বরষায়" মেয়ে:Hahaha বল্টু:"ভালবাসি তোমার ঐ রোদ্দুর হাসি" "দেখি স্বপ্ন কাটে আমার দিবা নিশি" মেয়ে: Amar favorite akta song. ami gaan sunte khub valobasi. বল্টুঁ:"একখান চুম্মা দে কারেন্ট লাগাইরি" "দুইখান চুম্মা দিয়া ভোল্...