Na Haisha jaiben koi


বল্টুর
Chat-
বল্টু: "বালিকা তোমার ফোন নাম্বার
দিওনা এমন জনকে"
"যে মিস দেয় তোমায় আর ফোন দেয়
আরেক জনকে"
মেয়ে: Who are u?
বল্টু:"মে তেরা হিরো বাকি সব
জিরো"
মেয়ে:Bye.
বল্টু: "শোন বলি তোমায়"
"না বলা কথা গুলো আজ বলে দিতে
চাই"
মেয়ে:" থাক আর বলতে হবেনা"
Bye.
বল্টু:"না না না তা হবে না কথা শুনে
যাও"
" বলতে চাই একটা কথা পিছু ফিরে
চাও"
মেয়ে:yap.
বল্টু:" তোরে পুতুলের মতো করে
সাজিয়ে"
"হ্নদয়ের কোটরে রাখব"
মেয়ে:"থাকার মতো জাইগা আছে
লাগবে না"
বল্টু:"ঘুড়ি তুমি যার আকাশে উড়ো"
"তার আকাশ কি আমার চেয়ে বড়?"
মেয়ে:Hmm
বল্টু:"যদি মন কাঁদে"
"তুমি চলে এসো এক বরষায়"
মেয়ে:Hahaha
বল্টু:"ভালবাসি তোমার ঐ রোদ্দুর
হাসি"
"দেখি স্বপ্ন কাটে আমার দিবা
নিশি"
মেয়ে: Amar favorite akta song. ami gaan
sunte
khub valobasi.
বল্টুঁ:"একখান চুম্মা দে কারেন্ট
লাগাইরি"
"দুইখান চুম্মা দিয়া ভোল্টেজ
বাড়াইলি"
"তিনখান চুম্মা দে আমায়"
মেয়ে:"যা যা বেহায়া পাখি যানা"
''Anno কোথাও যানা''
"কেউ করেনি মানা''
বল্টু:"তোমায় ছেড়ে বহু দূরে যাবো
কোথায়"
"এক জীবনে এত প্রেম পাবো কোথায়"
মেয়ে:No reply.
বল্টু:"বাতাসে কান পেতে থাকি এই
বুঝি আসলে তুমি"
"ফেসবুকে চোখ মেলে রাখি এই বুঝি
পাঠালে রিপলে তুমি"

Comments