OTG কি জেনে নিন

OTG কি ? OTG সব্দের পূর্ণ রুপ হল “On The
Go”।
USB on the go অথবা OTG এর মানে
হলআপনি আপনার ডিভাইসটিকে ইউএসবি
হোস্টহিসেবে ব্যবহার করে এর সাথে
বিভিন্নইউএসবি ডিভাইস সংযুক্ত করতে
পারবেন। এছাড়াওOTG কে আরো অনেক ভাবে
ব্যবহার করা যায়।
OTG কেবল প্রথম লক্ষ করা হয় BlackBerry
Device গুলো তে, সাধারণত ডাটা ট্রান্সফার
এর জন্য। দুটি OTGসাপোর্টেড ডিভাইসের
একটিকে আরেকটির সাথে যুক্তকরে অনেক
ধরণের কাজ করা হত।
Android ভার্শন 3.1 এর পর OTG Supported
ডিভাইস বের করা হয়।তবুই কিছু পুরোনো
ডিভাইসে ভাল হার্ডওয়ার থাকলে এখন Root
করার পর সেগুলি একটু Customize করে OTG
Supported করা যাচ্ছে ( যেমন – Galaxy S
|| )
এখন, যেমনআমরা সাধারণত পিসিকে ইউএসবি
হোস্টহিসেবে ব্যবহার করে এর সাথে
বিভিন্ন ফ্ল্যাশড্রাইভ, স্মার্টফোন ইত্যাদি
কানেক্ট করে থাকি।
বতর্মান সময়ের সাথে সাথে OTG
সাপোর্টেড ডিভাইসেরসংখ্যা বাড়ছে। মূলত
সেই কারণেই এখন অনেক কাজপিসি ছাড়াই
করা যায়। OTG সাপোর্টথাকার কারণে
আপনি পিসি ছাড়াই আপনারক্যামেরার
ফটোগুলো খুবসহজে প্রিন্টারে পাঠাতে
যাবে। । এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য
ইউএসবি স্টিক এখন খুব সহজেইস্মার্টফোনের
সাথে যুক্ত করা যায়।
OTG ব্যবহার ?
হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর
বিভিন্নব্যবহার রয়েছে। যেমন স্মার্টফোন
এবং ট্যাবলেটেরক্ষেত্রে OTG সাপোর্ট
থাকলে আপনি আপনারডিভাইসের সাথে কী-
বোর্ড,মাউস,হার্ডড্রাইভএবং ফ্ল্যাশ ড্রাইভ
ইত্যাদি যুক্ত করতে পারবেন।কিন্তু কথা হল
সব স্মার্টফোন বা ট্যাবলেট কিন্তুOTG
সাপোর্টেড নয়। সেক্ষেত্রে
আপনারডিভাইসটি OTG সাপোর্টেড কিনা
তা জানার জন্যডিভাইসটির স্পেসিফিকেশন
চেক করাই যথেষ্ট।শুধুমাত্র OTG সাপোর্ট
থাকলেই চলবে না। এইসুবিধা ব্যবহার করার
জন্য আপনার প্রয়োজনহবে একটি ভাল OTG
ক্যাবলের। বর্তমানে বিভিন্নস্মার্টফোন
এক্সেসোরিস দোকানে এই OTG ক্যাবলপাওয়া
যায়। এখন আরেকটি বিষয়যা মনে রাখতে হবে
তা হল আপনি যদি আপনারস্মার্টফোন বা
ট্যাবলেটের সাথে কোন প্রকারস্টোরেজ
ডিভাইস যেমন হার্ডড্রাইভবা ফ্ল্যাশড্রাইভ
যুক্ত করতে চানতাহলে আপনাকে কিছু অ্যাপ
ব্যবহারকরতে হতে পারে… ( যেমন – USB
Host Controller)
OTG ব্যবহার করে আপনি যা যা করতে
পারবেন-USB OTG এর সাহায্যে আপনি
আপনার স্মার্টফোনবা ট্যাবলেটের সাথে
বিভিন্ন পেরিফেরাল ডিভাইসযেমন
মাউস,কী-বোর্ড ইত্যাদি যুক্ত করে
আপনারডিভাইসটি নিয়ন্ত্রন করতে পারবেন।
এছাড়া OTG এরমাধ্যমে আপনি আপনার
ডিভাইসের সাথে বিভিন্নস্টোরেজ
ডিভাইস,যেমন-
হার্ডড্রাইভ,পেনড্রাইভইত্যাদি যুক্ত করতে
পারবেন।শুধু তাই নয় আপনারডিভাইসে একটি
ফাইল ম্যানেজার ব্যবহার করে এইস্টোরেজ
ডিভাইস গুলো থেকে ডাটা আদান
প্রদানকরতে পারবেন। সেই সাথে এই
এক্সটারনাল স্টোরেজডিভাইস গুলো থেকে
গান বা মুভি প্লে করতে পারবেন।
কিছু OTG সাপোর্টেড ডিভাইসেরনাম-Sony
Xperia Z, ZL, Z Ultra, Z1,Z2.
Samsung Galaxy S2, S3, S4,S5
LG Optimus , G2
HTC One, One mini, One max
Google Nexus 5, Google Nexus 7
এবং বতর্মানে কিছু MTK Chipset এ OTG
Supported.

Comments